তাহলে কিছু পথ দেখাই, আপনি নিজের পছন্দমতো একটা কিছু শুরু করেন…
১. ফ্রিল্যান্সিং -
ঘরে বসে থেকে সবাইকে পর্যাপ্ত সময় দিয়েও পড়াশোনা ঠিক রেখে মাস শেষে আপনি ৫০,০০০৳ অনায়াসে উপার্জন করতে পারেন…
অনলাইন মার্কেটপ্লেসগুলোর মধ্যে সেরা হলোঃ আপওয়ার্ক, ফাইবার আর ফ্রিল্যান্সিং (ডট কম)
২. পার্টটাইম জব -
আপনি কল সেন্টারে কাজ করতে পারেন… এতে ঘন্টায় ৬৫৳+বোনাস পাবেন…
আপনি ফুডপান্ডা বা রকমারি'র মতো অনলাইন শপগুলোর ডেলিভারির কাজ করতে পারেন…
সুপারশপগুলোতেও ট্রাই করতে পারেন…
সময় ভালো কাটবে, অনেক কিছু শিখতে আর জানতে পারবেন…
৩. রাইড শেয়ারিং -
আপনার কোনো বাইক বা স্কুটি থাকলে রাইড শেয়ার করতে পারেন, এখানে ইনকাম খারাপ না…
৪. ফেসবুক/অনলাইন মার্কেটিং -
এখানে দুইটা উপায়ঃ
ক. আপনি নিজে অনলাইন শপ খুলে সেটার মার্কেটিং আর সেলস ম্যানেজমেন্ট করতে পারেন… এটা ভবিষ্যতে আপনার বিলিয়ন ডলার বিজনেসের ফার্স্ট স্টেপ হতে পারে… এটা নিয়ে বিস্তারিত বলার চেয়ে আমি আপাতত কী ওয়ার্ড'টা বলি, এটা আপনাকে উদ্যোক্তা হওয়ার কথা বলছি…
খ. অন্যের অনলাইন শপের জিনিস আপনি প্রচার করে বিক্রি করতে পারেন…
এটাতে আপনার সোস্যাল কানেক্টিভিটি বাড়বে…
৫. টিউশনি -
এটা মোস্ট কমন একটা ওয়ে… আপনি ছাত্রপ্রতি ২০০০৳ থেকে ১০০০০৳ উপার্জন করতে পারবেন… যদি ১০ জনের দুইটা ব্যাচ বানিয়ে ফেলতে পারেন তাহলে মাসে ৬০/৭০ হাজার টাকা অনায়াসে হাতে থাকবে…
আরও অনেক উপায় আছে, আপনি নিজে ভাবতে থাকুন কি কি করা যায়…
খাতায় লিখুন, আইডিয়া বন্ধুদের সাথে শেয়ার করুন…
আশা করি সফল হবেন…
- আচ্ছা, সফলতার একটা মন্ত্র কিন্তু ভেঙে না পড়া…
হাসতে থাকুন…
0 Comments