প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বা পরিমার্জিত ডিপিএড কোর্সের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। বিজ্ঞপ্তিতে কোর্সে অংশ নিতে আগামী ৯ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ না নেওয়া শিক্ষকদের এ কোর্স করতে রেজিস্ট্রেশন শুরুর আগে ডেপুটেশন দেবেন স্ব স্ব উপজেলা শিক্ষা কর্মকর্তারা। ডেপুটেশন পাওয়া শিক্ষকরা অনলাইনে ৯-১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
এদিকে, বিজ্ঞপ্তির সঙ্গে পিটিআইগুলোর ক্যাচমেন্ট এরিয়ার ও শূন্য আসনের তালিকা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।
মৌলিক প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি ও সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে
0 Comments