ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজেকে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় প্রায় ২২ হাজার মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
আদালতে দাখিল করা আবেদনে গাজায় ইসরাইলের পদক্ষেপগুলোকে ‘চরিত্রগত দিক থেকে গণহত্যামূলক’ হিসেবে অভিহিত করা হয় এই যুক্তিতে যে এসব হামলা ফিলিস্তিনি জাতি, বর্ণ ও জাতিগত গ্রুপের বড় অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত।
আবেদনে বলা হয়, হামলায় গাজায় ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, তাদের দৈহিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির কারণ ঘটানো হচ্ছে, তাদের দৈহিক ধ্বংস করার জন্য চেষ্টা করা হচ্ছে।
আইসিজেকে বিশ্ব আদালত হিসেবেও অভিহিত করা হয়। জাতিসংঘের এই বেসামরিক আদালত বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে থাকে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসিতে ব্যক্তির যুদ্ধাপরাধের বিচার করে থাকে।
এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর একমাত্র লক্ষ্য মানুষ হত্যা ও জোরপূর্বক বাস্তূচ্যুত করা। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে এ দাবি করেন ফিলিস্তিনের জাতিসংঘের রাষ্ট্রদূত। এ সময় যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেন জাতিসংঘের মহাসচিব।
গত ৭ অক্টোবর ইসরাইলে রকেট হামলা চালিয়ে ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এছাড়াও আহত হয় আরও ৮ হাজার ৭৩০ জন। এ হামলার জবাবে ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এরপর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গাজায় নির্বিচার এ হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। এ হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির - কিছুই বাদ যায়নি।
ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫০৭ জনে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
0 Comments