চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কোন বিষয়ে পরীক্ষা A to Z 😲

‘A’ ইউনিট
.
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘A’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসাব করা হবে। এর মধ্যে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ১৫, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কোন বিষয়ে পরীক্ষা A to Z 😲


.
পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
.
'B’ ইউনিট
.
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘B’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
আলাদাভাবে ও পাশ করতে হবে৷ বাংলায় ৭, ইংরেজিতে ৬, সাধারণ জ্ঞানে ১৩ পেতে হবে কমপক্ষে।

.
‘B-1’ উপ ইউনিট
.
কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত বিভাগ B-1 উপ ইউনিটের অধীন। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ জ্ঞানে ৫০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

.
‘C’ ইউনিট
.
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে ‘C’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবন্টন :
ইংরেজি - ৪০
জেনারেল ম্যাথ - ৩০
আই-কিউ - ৩০

.
পাশ নাম্বার : জেনারেল ম্যাথে কমপক্ষে ১০ পেতে হবে, আই-কিউ তেও কমপক্ষে ১০ পেতে হবে৷। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
.
.
‘D’ ইউনিট
.
সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ‘D’ ইউনিটের। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা - ৩০,
ইংরেজিতে ৩০,
বিশ্লেষণ দক্ষতায় ( IQ) - ২০,
সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতিতে ২০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
.
D UNIT এ আই-কিউ ( বিশ্লেষণ দক্ষতা) তে ২০ নাম্বার।
.
‘D-1’ উপ ইউনিট
.
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ‘D-1’ উপ ইউনিটে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।
.
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে ‘A’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, ‘B’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘C’ ইউনিটে ৪৪১টি, ‘D’ ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ ইউনিটের মধ্যে B1 ইউনিটে ১২৫টি ও D1 ইউনিটে ৩০টি আসন রয়েছে।
.
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা (পূর্বের সার্কুলার অনুযায়ী):
.
A unit: ( সাইন্স)
১. SSC+ HSC মোট পয়েন্ট - ৮.২৫
২. আলাদা ভাবে SSC তে ৪.০০, HSC তে ৩.৫০ করে পেতে হবে।
মোট আসন সংখ্যাঃ ১২১৫ টি
B & B1 ইউনিট: (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের সকল স্টুডেন্টদের জন্য)
(১) বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ এর জন্য SSC+HSC - মোট পয়েন্ট ৭.৫০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে।
(২) মানবিকের ক্ষেত্রে SSC+ HSC মোট পয়েন্ট ৭.০০ এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.০০ পয়েন্ট করে পেতে হবে।
আসন সংখ্যাঃ
B UNIT - ১২২১ টি &
B1 UNIT - ১২৫ টি
.
C Unit: ( বিজনেস স্টাডিজ ইউনিট)
.
( মানবিক ও কমার্সের স্টুডেন্টদের জন্য)
(১) এসএসসি ও এইচএসসি মিলে মোট ৭.৫০ পয়েন্ট থাকতে হবে এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে।
.
বিজ্ঞান এর জন্য :
এসএসসি ও এইচএসসি মিলে মোট ৮.০০ পয়েন্ট থাকতে হবে এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে।
.
আসনসংখ্যাঃ ৬৪০ টি
.
মানবন্টন :
ইংরেজি - ৪০
জেনারেল ম্যাথ - ৩০
আই-কিউ - ৩০
.
পাশ নাম্বার : জেনারেল Math এ কমপক্ষে ১০ পেতে হবে, আই-কিউ তেও কমপক্ষে ১০ পেতে হবে৷
.
.
D Unit: (সাইন্স, কমার্স, আর্টসের স্টুডেন্টদের জন্য)
(১) সায়েন্স, কমার্স, আর্টস সকলের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি মিলে মোট পয়েন্ট ৭.৫০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্ট পেতে হবে।
আসনসংখ্যাঃ ৯৫৮ টি.
.
D UNIT এ আই-কিউ ( বিশ্লেষণ দক্ষতা) তে ২০ নাম্বার।
D UNIT এ IQ ( আই-কিউ) তে আলাদাভাবে পাশ করতে হয়। আই-কিউ তে পাশ না করলে তুমি বাকি সাবজেক্ট গুলোতে ১০০% নাম্বার পেলেও চান্স পাবানা৷.
.
D1 UNIT - ( শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সাইন্স বিভাগ)
সকল গ্রুপের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা। SSC + HSC মোট জিপিএ - ৬.০০। আলাদা - ২.৫ করে।
সিট - ৩০

Post a Comment

0 Comments