ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি

চলতি শিক্ষাবর্ষের (২০২৪) মাধ্যমিক পর্যায়ের সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি সব মাদরাসা প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি



সোমবার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের এ সূচি সংযুক্ত করে মাদরাসা অধিদপ্তর সব প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

অপরদিকে প্রকাশিত সূচির চিঠিতে বলা হয়, ২০১৪-শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যতো শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম ২০১১-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে, একই শিক্ষাবর্ষের শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সাময়িক মূল্যায়ন এবং আরেকটি সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থা রাখা হয়েছে।

সে অনুসারে জুন মাসের শেষার্থে বা জুলাই মাসের প্রথমার্ধে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি



২০২৪-শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তার শৈত্যপ্রবাহ, রমজান ও ঈদুল ফিতর এবং তীব্র তাপ প্রবাহের কারণে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হয়েছে।

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন: ৬৫ শতাংশ হতে যাচ্ছে লিখিত, ৩৫ শতাংশ কার্যক্রমভিত্তিক

nullতদুপরি, জুন মাসের শেষার্ধে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় যান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের ৭ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার প্রয়োজনীয় কোর্সটি ফ্রি ডাউনলোড করে নিন।


যান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি প্রণয়ন করা হয়েছে। প্রকাশিত এই সময়সূচি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করতে বলা হয়েছে।

এর প্রেক্ষিতে মাদরাসার প্রধানদের বলা হয়েছে, প্রণীত সময়সূচি যার যার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে। এছাড়া বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথাসময়ে মাদরাসা প্রধানদের অধিদপ্তর বরাবর পরবরর্তী কাজের জন্য পাঠানো হবে।

Post a Comment

0 Comments