মাধ্যমিকের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সরকার। এই প্রশিক্ষণ ১৮ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয় ৫ ধাপে অনুষ্ঠিত হবে এ প্রশিক্ষণটি।
গত শনিবার মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশে এসব তথ্য জানায়। এ প্রশিক্ষণ কার্যক্রমে দেশব্যাপী ৬৪ জেলায় সর্বোচ্চ ৫টি পর্যায়ে ১৮৩টি ব্যাচে মোট ৬৬ হাজার ১৬৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।
রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট
জানা যায়, এসইডিপি প্রকল্পের ‘নতুন পাঠ্যক্রমের প্রসার’ স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানদের (সাধারণ, মাদরাসা ও কারিগরি) ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৮ মার্চ প্রজ্ঞাপনে দেয়া সময়সূচি অনুসারে শুরু হবে। সারা দেশে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হবে। এছাড়াও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে কিছু নির্দেশনাও পালন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে এই প্রশিক্ষণ কার্যক্রমটি স্থগিত করা হয়েছিলো। গত ১১ ফেব্রুয়ারি থেকে তিনদিনের এই প্রশিক্ষণটি হওয়ার কথা থাকলেও তা গত ৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্থগিতের আদেশ দেয়। তখন বলা হয়েছিলো, প্রশিক্ষণের নতুন তারিখ পরে জানানো হবে।
0 Comments