প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে অনুদানের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় আহত এবং চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা সরকারের দেওয়া এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের প্রান্তের অনলাইন আবেদন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
গতকাল শনিবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।
0 Comments