৪৭ হাজার কারাবন্দির মধ্যে ভোট দিয়েছেন ১০ জন

ভোটকেন্দ্রে যেতে সমর্থ নয়- এমন চার ধরনের ভোটারের জন্য নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে চালু করা হয়েছে পোস্টাল ভোট। প্রবাসী, কারাবন্দি, নির্বাচনী এলাকার বাইরে বসবাসকারী ও শারীরিকভাবে অক্ষম ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

৪৭ হাজার কারাবন্দির মধ্যে ভোট দিয়েছেন ১০ জন

সেই হিসেবে দেশের ৬৮টি কারাগারের অন্তত ৮৬ হাজার কারাবন্দি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

তবে, ডাকযোগে ভোটে তেমন সাড়া পড়েনি। সারাদেশের ৩৪টি কারাগারের ৪৭ হাজারের বেশি কারাবন্দির মধ্যে মাত্র ১০ জন পোস্টাল ব্যালটে তাদের ভোট দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রায় ১,৬৭০ বন্দির মধ্যে ভোট দিয়েছেন ৭জন। ময়মনসিংহ বিভাগে দুইজন। এছাড়া সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে চারটি জেলা কারাগারে ৬৭৭ জন বন্দির মধ্যে মৌলভীবাজারের মাত্র একজন ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজার বন্দী থাকলেও তাদের কেউই ভোটের জন্য আবেদন করেননি। একই চিত্র পাওয়া গেছে গাজীপুরের পাঁচটি কারাগারে. চট্টগ্রাম ও বরিশাল বিভাগে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি প্রিজন আলতাব হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও নোয়াখালী কারাগারে প্রায় ১৬ হাজার বন্দি ও কয়েদি রয়েছেন। কিন্তু কেউই পোস্টাল ব্যালটে ভোট দিতে চাননি। বরিশাল বিভাগের ছয়টি কারাগারে ২,৬০০ এর বেশি বন্দি রয়েছেন; তারাও কেউ ভোটে আগ্রহ দেখায়নি।

সেরা কিছু ওয়েব সাইটের নাম

কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বলেন, আমরা পোস্টাল ব্যালটের বিষয়ে গত বছরের নভেম্বরে সারাদেশের ৬৮টি কারাগারে তথ্য প্রচার করেছি এবং জেলা কারা কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, চার ধরনের ভোটার পোস্টাল ভোট দিতে পারবেন। তারা হচ্ছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, প্রবাসী, সরকারি চাকরিজীবী যিনি চাকরিসূত্রে নিজ এলাকার বাইরে বসবাস করেন ও কারাবন্দি।

ইসি বলছে, চাকরিসূত্রে নিজ এলাকার বাইরে বসবাসকারী ব্যক্তি, কারাবন্দি ও প্রবাসীরা নির্বাচনের তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর পোস্টাল ভোটের জন্য আবেদন করতে পারবেন।

-যায়যায়দিন

Post a Comment

0 Comments