ঈমাম মাহদী (আঃ) -এঁর শুভাগমনের পূর্বে সংঘটিত হবে, এমন প্রায় ৭০ টি আলামত সমৃদ্ধ হাদিস বর্ণিত রয়েছে।
যেগুলোর মধ্যকার প্রায় ৬৫ খানাই পূর্ণ হয়ে গেছে !!!
এর কয়েকটি নিম্নরূপ-
◑ মানুষের ধন - সম্পদ বৃদ্ধি হবে -(বুখারী)
◑ মানুষ চুলে কলপ ব্যবহার করবে -(আবু দাউদ)
◑ ঘন ঘন ভূমিকম্প হবে-(বুখারী)
◑ বিনা বিচারে হত্যাকান্ড বেড়ে যাবে -(বুখারী ও মুসলিম)
◑ ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে-(বুখারী,মুসলিম ও মিশকাত)
◑ মহিলারা পণ্য হবে(তাদের দোকানে বসানোসহ বিভিন্ন এডভারটাইসিং করাবে)
◑ পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে-(বুখারী ও মুসলিম)
এছাড়াও আরো রয়েছে,
◑ ঘন ঘন বজ্রপাত হবে।বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে,তারা বলবে গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে।
◑ সুদের ছড়াছড়ি হবে।দূর্নীতি বেড়ে যাবে।
◑ কোনো অপরাধে শাস্তি কায়েম না হওয়া।
◑ যিনা- ব্যভিচার,প্রেম -ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া বেড়ে যাবে।
◑ সয়ম দ্রুত চলে যাবে,বরকত কমে যাবে।
◑ গান -বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে করা হবে।
◑ মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নামে বিক্রি হবে।
◑ কাফের শাসকদের বন্ধু বানাবে।
◑ অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে।
◑ সমাজ পরিবার রাষ্ট্র প্রায় জায়গায় নারীর কর্তৃত্ব থাকবে।
◑ নামে মাত্র মুসলিম থাকবে।
◑ পাপকে পাপ না মনে করে আনন্দ করবে।
◑ বেশি পরিমাণে বিদাআত বৃদ্ধি পাবে।
◑ আকাশ থেকে (স্যাটালাইটের মধ্যমে -ইন্টারনেট) ফেতনা বর্ষিত হবে।
◑ মুসলিম উম্মাহের একদল মূর্তি পূজা করবে।
◑ দাসী তার প্রভুকে জন্ম দিবে -(মেয়ে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে)
◑ গায়ক-গায়িকার (Singer), নর্তকীদের (Dancers) কদর বেড়ে যাবে, মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে।
◑ জিহাদ সহ আরও বিভিন্ন ফরজ বিধান থেকে মানুষ দূরে থাকবে।
◑ মূর্খরা আলেমদের ভুল ধরবে।
◑ ফুরাত নদী শুকিয়ে যাবে (বর্তমানে শতকরা ৯৪ ভাগ শুকিয়ে গেছে !!!) আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে। শতকরা ৯৯ ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে।
◑ মৃত্যুকে ভয় পাবে ও জীবনের মায়া বেশি থাকবে।
◑ সৌদির নেতৃত্বে ৩টি ফাটল হবে (বর্তমানে বাদশাহের ৩ ছেলে) বাকী ৫ টির মধ্যে ৪ আলামত . . . যা পূরণ হলে কিয়ামতের দিন গণনা শুরু হয়ে যাবে . . .
সেগুলো . . .
১. আলেমদের থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে,
২. ক্বারিদের থেকে তিলাওয়াত উঠিয়ে নেওয়া হবে,
৩. পবিত্র আল কোরআনের লেখা মুছে যাবে,
৪. পশ্চিম দিক থেকে সূর্য উঠবে,
৫. মসজিদে চাকচিক্য থাকবে কিন্তু মুসল্লী কম হবে।
আগে মনে হতো কিয়ামত আসতে এখনো সময় আছে। কিন্তু এখন মনে হয় কিয়ামত এতই নিকটে যে, হয়তো আমিও কিয়ামত দেখতে পারবো . . . !!! অথচ প্রতিদিন মৃত্যু আমাকে ৭ বার স্মরণ করছে।
❝হে আল্লাহ সকল মুসলমানদের ঈমান ধরে রাখার তাওফিক দান করুন।❞
❝হে মহান আল্লাহ, আমরা সবাই গুণাহগার, আমাদের সকলকে তুমি ক্ষমা করো, আমাদের সকলকে ঈমাণ ধরে রাখার তাওফিক দান করুন।❞ (আমীন)
0 Comments