এডলফ হিটলারের চিরশত্রু যোসেফ স্টালিন। প্রশ্ন হচ্ছে, এডলফ হিটলারকে সবাই চিনি কিন্তু যোসেফ স্টালিনকে সবাই হিটলারের মতো করে চিনে না কেন?
"History is written by the winners."
সবাই ধরে নেয় হিটলার সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু কজনই বা জানেন যে যোসেফ স্টালিন তার চেয়েও বড় দুর্ধর্ষ ছিলেন।
হিটলার ১.১ কোটি মৃত্যুর জন্যে দায়ী যেখানে স্টালিন ২ কোটির বেশি মানুষের জীবন কেড়েছেন।
স্টালিন কে তার নিজ গার্ডরা পর্যন্ত প্রচন্ড ভয় পেতো। তার চেম্বারে মৃত্যুর বহু পরেই তাকে উদ্ধার করা হয়েছিলো। কেউই তার চক্ষুশূল হতে চায়তো না।
Canada Work Permit Visa
তাহলে আমরা সবাই স্টালিন কে হিটলারের মতই খারাপ চোখে দেখার কথা, কিন্তু বাস্তবে কি তাই হয়?
না, হয় না। কারণ স্পষ্ট, স্টালিন যুদ্ধে জয়ী হয়েছিলো।
খুব সুন্দর করেই তার ইতিহাস আড়াল করা হয়েছে। যুদ্ধে জয়ীরা নিজ ইচ্ছা মোতাবেক ইতিহাস বিকৃত করার ক্ষমতা রাখে।
নিঃসন্দেহে দুইজনই খারাপ। কিন্তু দুইজনের ব্যাপারেই মানুষের আরো জানা দরকার।
0 Comments