মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ আয়োজনে মাউশির জরুরি নির্দেশ

অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সব স্কুলে শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ।

মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ আয়োজনে মাউশির জরুরি নির্দেশ

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) মাউশির সহকারি পরিচালক (মাধ্যমিক-২)  এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে এই এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়। অধিদফতর থেকে আদেশটি সরকারি-বেসরকারি সব স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ আয়োজনে মাউশির জরুরি নির্দেশ

সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকদের সমন্বয়ে স্ব-উদ্যোগে ইনহাউজ প্রশিক্ষণ আয়োজন করবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষকদের নেয়া প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষক সহায়িকা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন কী-না তা মনিটরিং করবেন।

সরকারি টিটি কলেজ ছাড়াও বিএড স্কেল পাবেন যেসব বেসরকারি কলেজের সনদধারীরা

২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়েছে।

অধিদফতর আরো জানিয়েছে, নতুন কারিকুলাম বাস্তবায়নে ইতোমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

- শিক্ষাবার্তা

Post a Comment

0 Comments