নতুন কারিকুলাম নিয়ে নানা অপপ্রচারের অংশ হিসেবে আবারো বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ!
-মোঃ মিজানুর রহমান
গতকাল ৩০ ও আজ ৩১ ডিসেম্বর ২০২৩ একটি জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম ছিল “শিক্ষক প্রশিক্ষণ শেষ না হতেই অবসরে প্রশিক্ষকরা”
অথচ এই সংবাদের সঠিক তথ্য এই যে, চলমান নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন শিক্ষকগণ (সরকারি/বেসরকারি)! এবং তাঁরা সকলেই কর্মরত রয়েছেন এবং তাঁরাই নতুন কারিকুলাম এর আলোকে দক্ষতার সাথে শ্রেণীকক্ষেও পাঠদান করবেন।
নিউজে বলা হয়েছে, মাস্টার ট্রেইনারগণ অবসরে যাওয়ায় হুমকির মুখে পড়বে নতুন কারিকুলাম বাস্তবায়ন! অথচ এখানে সিসি প্রকল্পে কর্মরত একাডেমিক সুপারভাইজারগণের বিষয়ে অর্থাৎ তাদের চাকরির মেয়াদ শেষ বিষয়ে কথা বলা হয়েছে; যেটির সাথে এই নতুন কারিকুলাম এবং শিক্ষক প্রশিক্ষকদের সাথে কোন সম্পর্ক নেই! এখানে একটি বিষয়ে অত্যন্ত পরিষ্কার করতে চাই আর তা হল: প্রকল্পের জনবল তথা একাডেমিক সুপারভাইজার বা অন্য কারো অবসরের (মেয়াদ শেষ) সঙ্গে শিক্ষক প্রশিক্ষকদের অবসরে যাওয়ার কোনো সম্পর্ক নেই! একই সাথে নতুন কারিকুলাম বাস্তবায়ন হুমকির মুখে এই জাতীয় সংবাদ প্রচারের মতো ধৃষ্টতা দেখানোরও সুযোগ নেই! বরং আমরা মনে করি, প্রকল্পের জনবলের নামে মাধ্যমিক শিক্ষার প্রকৃত উন্নয়নকেই বারবার পিছিয়ে রাখা হচ্ছে!
প্রকৃত অর্থে বিদ্যালয় ও পরিদর্শন শাখার সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে কর্মরত সিনিয়র শিক্ষক (প্রথম শ্রেণীর নন ক্যাডার) মহোদয়গণকে সেসিপ প্রকল্পের মেয়াদ শেষে দায়িত্ব প্রদান করলে এই কার্যক্রম আরো সুষ্ঠু এবং সুচারুরূপে চলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ এই শিক্ষকগণ শ্রেণি পাঠদানের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনায়ও দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। একই সাথে নতুন কারিকুলাম এর সঙ্গে যেমন তাঁরা শুরু থেকেই যুক্ত রয়েছেন, তেমনি জেলা এবং উপজেলা পর্যায়ে নতুন কারিকুলামের শিক্ষক প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে সাফল্য দেখিয়েছেন। এ সকল অভিজ্ঞ সিনিয়র শিক্ষক এবং জেলা ও উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার শিক্ষক কর্মকর্তাগণকে একাডেমিক সুপারভিশনের দায়িত্ব দেয়া হোক!
পরিকল্পনা মন্ত্রণালয়ের মতামতের সাথে আমরাও একমত। কারণ: প্রকল্পের মেয়াদ বাড়িয়ে অযথা ব্যয় বাড়ানোর কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। যেখানে বিদ্যালয় ও পরিদর্শন শাখায় রাজস্ব খাতের দক্ষ জনবল (শিক্ষক /কর্মকর্তা) রয়েছে, সেখানে প্রকল্পের জনবল রাখার প্রয়োজন কী?
আমরা সরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের সচেতন শিক্ষক সদস্য হিসেবে দৈনিক কালের কন্ঠে প্রকাশিত গত ২৮/১২/২০২৩ খ্রি. তারিখের নিউজটি উদ্দ্যেশ্য প্রণোদিত বলে মনে করি।
এটাই সত্য যে, সেসিপের কোনো প্রশিক্ষক (কর্মকর্তা)/ একাডেমিক সুপারভাইজার এবারের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের কোনো পর্যায়েই শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ দেননি!
মাধ্যমিক পর্যায়ের ( সরকারি /বেসরকারি) শিক্ষকরাই ছিলেন নতুন কারিকুলাম বিস্তরণে এবারের প্রশিক্ষণের জেলা ও উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার (প্রশিক্ষক)।
তাই সরকারি মাধ্যমিকে কর্মরত একজন শিক্ষক এবং নতুন কারিকুলামের একজন মাস্টার ট্রেইনার হিসেবে ২৮/১২/২০২৩ খ্রি. তারিখে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সাথে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সরকারি মাধ্যমিকে কর্মরত অভিজ্ঞতা সম্পন্ন সম্মানিত শিক্ষকদের (সেসিপ প্রকল্পের উক্ত প্রোগ্রামের আওতায় চলমান কাজে) মাধ্যমিক পর্যায়ের পরিদর্শন কার্যক্রমসহ অন্যান্য সকল কাজে) ডেপুটেশনে নিয়োগ দিলে কাজগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালোভাবে সম্পন্ন হবে -ইনশাআল্লাহ
জয় বাংলা
মোঃ ওমর ফারুক
সদস্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, বাসমাশিস
ও
জেলা মাস্টার ট্রেইনার, নিউ কারিকুলাম।
মোবাইল নম্বর:০১৭১৬৩৬৩১১০
ইমেইল : omurfaruknghs12@gmail.com
0 Comments