"নৈপুণ্য" Noipunno App এর নতুন ভার্সন

"নৈপুণ্য" Noipunno App এর নতুন ভার্সন (v.1.7)




 

আশা করা যাচ্ছে এর মাধ্যমে "নৈপুণ্য" Noipunno App -এর অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপডেট আসলে নোটিফিকেশন পাবেন।

 

প্রধান শিক্ষকের (শিক্ষার্থী এন্ট্রি) জন্য

 

সহকারী শিক্ষকের (PI/BI এন্ট্রি) জন্য
মোবাইলে যাঁরা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ন করছেন, তারা প্লে স্টোর থেকে নৈপুণ্য অ্যাপ ইনস্টল না করে নিচে প্রদত্ত লিংক থেকে নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করুন।

 আগের "নৈপুণ্য" App Uninstall করে নতুন

"নৈপুণ্য" App এর ভার্সন Inststall করুন।

Uninstall করার ঝামেলা আর থাকবে না।

লিংক :

https://accounts.noipunno.gov.bd/app/noipunno.apk

ডাউনলোড করতে ক্লিক করুন

ওয়েব ভার্সনেও খুব ভালোভাবে মূল্যায়ন করা যাচ্ছে।
এখন ডেস্কটপ বা ল্যাপটপেও ইনপুট দিতে পারবেন
এই লিংকে ক্লিক করে-

https://evaluation.noipunno.gov.bd/

লগইন করতে ক্লিক করুন

যাহারা এখনও বিষয় শিক্ষকের মেসেজ পাননি, তারা প্রধান শিক্ষকের ID থেকে তাদের তথ্য ঠিক আছে কি-না চেক করুন। মোবাইল ফোন নম্বর বাংলায় থাকলে ইংরেজিতে দিন। ID লিখে "PIN ভুলে গেছেন" এখানে ক্লিক করুন। OTP আসবে প্রধান শিক্ষকের আইডিতে দে'য়া আপনার মোবাইল ফোন নম্বরে। OTP দিয়ে Enter চাপুন। অপেক্ষা করুন, PIN আপনার মোবাইল ফোনের মেসেজে আসবে।

 

আর OTP যদি না আসে বা লেখা থাকে PIN Reset বন্ধ আছে, তাহলে বুঝতে হবে ইতোমধ্যেই একটি SMS ২-৪ তারিখের মধ্যে System থেকে তাঁর কাছে গিয়েছিলো। সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। 

 

মূল্যায়ণ কিন্তু করা যাচ্ছে। তাই Login করে Page Blank পেলে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। Data Load হতে একটু সময় নিচ্ছে।

 

শিক্ষা প্রতিষ্ঠান ID হিসেবে যাঁরা PDS ID সহ PIN পেয়েছেন, তাঁরা PDS ID দিয়ে Login করে ব্যবস্থাপনার কাজ করুন। যাঁরা প্রতিষ্ঠান ID হিসেবে EIIN সহ PIN SMS পেয়েছেন তাঁরা প্রতিষ্ঠান সিলেক্ট করে ID ও EIIN নম্বর দিবেন ও PIN দিয়ে Login করবেন। যিনি যেভাবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে SMS পেয়েছেন তিনি সেভাবেই কাজ করবেন। 

 

PDS ID সহ PIN পেয়ে EIIN দিয়ে লগইন করলে আপনার পেইজ Blank দেখাবে। অনুগ্রহপূর্বক সতর্কতার সাথে কাজ করুন।

 

প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার PDS ID একবার প্রতিষ্ঠানের ID তে ব্যবহার করা হলে আপনার বিষয় শিক্ষক হিসেবে PIN আসবে না। সেক্ষেত্রে বিষয় শিক্ষক হিসেবে নিজেকে যুক্ত করে বিষয়ের সাথে সংযুক্ত করুন। PIN রিসেট করুন।
ইতোমধ্যেই অনেকেই মূল্যায়ণ করতে পারছেন, আশা রাখি আপনারাও পারছেন।


বিস্তারিত আরোও দেখুন এখানে ক্লিক করে

Post a Comment

0 Comments